শনিবার, ৬ জুলাই, ২০১৩

জেগে উঠো আওয়ামীলীগ



  • নচিকেতার একটি গান আজ খুব মনে পড়ছে,

    " বিজয়ীরা বরাবর ভগবাণ এখানেতে
    পরাজিতরাই পাপী এখানে,
    রাম যদি হেরে যেত রামায়ণ লিখা হত
    রাবণ দেবতা হত সেখানে।
    কেন পথ নিয়ে মাথা ব্যাথা?
    জেতাটাই বড় কথা
    হেরে গেলেই শেম শেম
    ইটস এ গেম ইটস এ গেম। "

    জাতির পিতা তো অনেক আগেই বলে গিয়েছেন, "when you play with a gentleman play like a gentleman, but when you play with a bustard make sure you play like a bigger bustard otherwise you will lose."

    চারদিক থেকে সমালোচনার তীক্ষ্মবাণে জর্জরিত হচ্ছে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। হ্যাঁ, অস্বীকার করবনা যে আমাদের কোন ভুল ত্রুটি নেই। কিন্তু আওয়ামীলীগের চরমতম শত্রুও স্বীকার করতে বাধ্য হবেন যে ২০০১-২০০৬ এর চারদলীয় জোটের শাসনকালের তুলনায় অনেক অনেক গুণ ভালো আছে বর্তমান বাংলাদেশ। তারপরও হারতে হল পাচটি সিটি কর্পোরেশন নির্বাচনে। একজন চোরের কাছে হারতে হল একজন মুক্তিযোদ্ধার। এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। আসলে ভালো মানুষের মত খেলে আর লাভ নেই। ইটস টাইম টু প্লে রাফ এন্ড টাফ। আওয়ামীম লীগ সংগঠনটি ফিনিক্স পাখির মত। এর নিঃশেষ নেই। ৭৫ পরবর্তী ২১ বছরেও এই দলকে ধ্বংস করতে পারেনি শত চেস্টা করেও। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাওয়ার মত লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে এ সংগঠনে । আমাদের ভেঙ্গে পড়লে চলবে না। উই হ্যাভ টু ফাইট টিল দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং। কারণ আওয়ামীলীগ জিতলে একাই জেতে কিন্তু হারলে সমগ্র বাংলাদেশ হারে।
    চূড়ান্ত বিজয় আমাদের হবেই।
    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন