শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩

জয় মামার সাথে কিছুক্ষণ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুচিন্তা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘রূপকল্প ২০২১, গত ৫ বছরের অর্জন, আগামী ৫ বছরের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যাবার সুযোগ হয়েছিল। সামনা সামনি দেখলাম ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয় কে। কথা বললাম উনার সাথে, নিজের কিছু প্রত্যাশার কথা জানালাম। উনি ধৈর্য ধরে শুনলেন। আরও অনেকের কথাই উনি শুনেছেন মন দিয়ে। তাঁর স্বপ্নের কথাও বলেছেন স্পষ্টভাবে। আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছেন, মানুষ তাঁর স্বপ্নের সমান বড়। সজীব ওয়াজেদ জয় অনেক বড় স্বপ্নই দেখেন দেশকে নিয়ে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পর্দার অন্তরালে থেকে কাজও করে যাচ্ছেন প্রতিনিয়ত। পরিস্থিতিই তাকে এখন সামনে নিয়ে এসেছে এবং এখানেও উনি এখন পর্যন্ত সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। আওয়ামীলীগ তথা সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর সব ধরণের অপপ্রচারের জবাব দিয়ে চলেছেন সুচারুভাবে।

আমার ব্যাক্তিগত অবসারভেশন বলে, পোডিয়াম এর নিচে এসে সজীব ওয়াজেদ জয় যখন সবার সাথে কথা বলেন তখন উনি থাকেন সবচেয়ে সপ্রতিভ, নিজের আলোয় আলোকিত করেন চারপাশের মানুষদের। নিজের চিন্তা ভাবনা অনেক স্পষ্ট ভাবে তুলে ধরতে পারেন। তাই, উনি যদি এখন থেকেই দেশব্যাপী সাধারণ মানুষদের মাঝে গিয়ে তাদের কাছে নিজের তথা আওয়ামীলীগের চিন্তা ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরা শুরু করেন তাহলে সামনের নির্বাচনে আওয়ামীলীগের বিজয় কেউ আটকাতে পারবে না।

সজীব ওয়াজেদ জয়ের হাত ধরেই পূরণ হতে পারে ২০২১ সালের রুপকল্প, আমরা পেতে পারি আমাদের কাঙ্ক্ষিত ডিজিটাল সোনার বাংলা। যে সোনার বাংলার স্বপ্ন দেখে গিয়েছিলেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সজীব ওয়াজেদ জয়, কথা দিচ্ছি আমরা আপনার পাশে থাকব সবসময়। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করে যাব ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন