শনিবার, ১৭ আগস্ট, ২০১৩

ভুতের মুখে রাম রাম

ইসলামী ঐক্যজোটের ইফতার মাহফিলে ম্যাঠাম জিয়া ওরফে গোলাপী বিবি বলেছেন, কোটা বাতিলের আন্দোলন নাকি যৌক্তিক এবং উনারা ক্ষমতায় গেলে কোটাপ্রথা বাদ দিয়ে বিভিন্ন পদে শুধু মেধাবীদেরই নিয়োগ দিবেন। তা ম্যাঠাম এই অধমের দুইটা কথা।
মুক্তিযোদ্ধা কোটায় আপনি গুলশানে যে আলিশান বাড়িটা পাইসিলেন দয়া কইরা সেইটা রাস্ট্ররে ফিরত দিয়া তারপর কথা কন। নিজে খাইবেন আর অন্যরা খাইতে গেলেই চোখ মারবেন এইডা কেমুনতর কথা?

আর ভবিষ্যতে যেহেতু শুধু মেধাবীদেরই নিয়োগ দিবেন বিভিন্ন পদে তাই আপনি এখনি রাজনীতি থাইকা সইরা যান, মেধাবীদের সুযোগ দিন। আট ক্লাস পাস দিয়া আর যাই হোক মেধাবী হওন যায় না। মূর্খ মানুষের মুখে মেধাবীদের গীত শুনতে কেমুন জানি লাগে। তয় আপনি গিয়া খাম্বা তারেকরে আবার আপনার জায়গায় বসায়েন না। কারন, তারেকের মত পুকুরচোরের থাইকা আপনার মত এইটপাশ শিক্ষিত দেশের জন্য কম ক্ষতিকর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন