বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩

গোলাপীর দুদু সিরিজঃ ৩

আজ সকালে দুদু আর গোলাপীর ফোনালাপ :

ম্যাডাম, অবস্থা তো ভালো না!

কেন নতুন কইরা কি হইলো আবার?

বাকশালী সরকার তো সমাবেশ করার করার অনুমতি দিল না।

এতে খারাপের কি দেখলা তুমি? এতে তো আরো ভালো হইসে।

ম্যাডাম একটু বুঝায়া কন। অফিসে বইয়া থাকতে থাকতে মাথা হ্যাং হয়ে গেসে। সহজে কিছু বুঝবার পারি না।

আরে গাধা, দলের এখন যে অবস্থা। সমাবেশে তো লোকই হইতো না। হেফাজতের সমাবেশে তো সবাইরে যাইতে কইসিলাম, কেউ তো গেল না। তার উপরে আবার আমার ফখাও নাই খোকাওও নাই। চিনিচুরের পোলাডারেও পাওয়া যাইতেছে না। এই অবস্থায় সমাবেশের অনুমতি দিলেই তো বিপদে পড়তাম।

এইবার বুঝতে পারসি। তা ম্যাডাম কিছু তো করতে হইবো।

কি আর করবা? দিয়া দাও রবিবার হরতাল। হরতাল দিলে পরিশ্রমও কম।
ম্যাডাম, একটা ঘুর্নিঝড় নাকি আইতেসে। সাত নং বিপদ সংকেত দিসে। এর মাঝে কি হরতাল দেয়া ঠিক হইবো?

আমি হইলাম আপোষহীন নেত্রী, ঘুর্নিঝড় কি আমার হরতাল থামাইতে পারব নাকি? তাছাড়া এইখানেও তো রাজনীতি করার সুযোগ আছে। হরতাল একখান দিয়া রাখি, লাগলে পরে তুইল্লা নিমু। বলা তো যাইবো যে জনগণের কথা চিন্তা করে আমরা হরতাল তুইল্লা নিসি।

এইবার সব বুঝতে পারসি। এই না হলে আমাদের নেত্রী। লাস্ট একটা কথা ম্যাডাম।

আবার কি?

অনেক দিন ধরে তো পার্টি অফিসে আছি, বাসায় পরিবারের কাছে যাইতে মন চায়। বুঝেনই তো।

ঠিক আছে, আমার বাসায় চইল্লা আইসো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন