বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

জয়নাল ভাইয়ের কুকীর্তিঃ ২

আবারো জয়নাল ভাই। এটি গত ১৯/১২/২০১২ ইং রাত ৮:১২ মিনিট এর কথোপকথন। এর জন্য উনাকে অবশ্য খুব একটা দোষ দেয়া যায় না। শত হলেও উনারা হরতাল টরতাল করে অনেক প্রেশারে থাকেন। এরপরে একটু মনোরঞ্জন না হলে কি চলে? এতদিন জানতাম সুখে থাকলে ভূতে কিলায়,এখন তো দেখি দৌড়ের উপর থাকলেও অনেক কিছুই কিলায়।

আসুন দেখে নেয়া যাক নতুন ফোনটেপে কি আছেঃ

(মোবাইলে রিং হওয়ার শব্দ)
নারীকন্ঠঃ হু ভাইজান
জয়নালঃ হ্যালো কই?
নারীকন্ঠঃ হ্যা হ্যালো
জয়নালঃ কোথায়?
নারীকন্ঠঃ এইযে বাসায় আছি আমি
জয়নালঃ কোথায় বাসা ?
নারীকন্ঠঃ বনশ্রীতে
জয়নালঃ উম,কি কেমন জিনিস ?
নারীকন্ঠঃ উম,আপনি লইয়া গেলেই দেখবেন
জয়নালঃ পেশাদার ?
নারীকন্ঠঃ না না পেশাদার না।
জয়নালঃ অ্যাঁ
নারীকন্ঠঃ পেশাদার না, পেশাদার না
জয়নালঃ কি হাউজওয়াইফ ?
নারীকন্ঠঃ না হাউজওয়াইফ না,পেশাদার না। এরা পড়াশুনা করে
জয়নালঃ কোথায় ?
নারীকন্ঠঃ কলেজে পড়ে
জয়নালঃ আরে এসব বলে আরকি
নারীকন্ঠঃ বলে কি? এরা কি নিয়মিত এসব করে নাকি? এরা পারিবারিকে থাকে। নিজেদের বাসায়, পরিবারে থাকে।
জয়নালঃ থাকলেও বাইরে যায় না ?
নারীকন্ঠঃ বাইরে যায় না। আমি যতটুকু জানি বাইরে যায় না। মানে যতটুকু এদের দেখসি, কথা বলসি, এরা কিন্তু বাইরে যায় না।
জয়নালঃ কেমন?
নারীকন্ঠঃ ভালো আছে, সুন্দর আছে।
জয়নালঃ বয়স ?
নারীকন্ঠঃ বয়স,অল্প বয়স
জয়নালঃ তাইলে কয়টায় ?
নারীকন্ঠঃ বনশ্রীতে আছে
জয়নালঃ কয়টায়?
নারীকন্ঠঃ ও তাইলে তো হরতাল ছাড়ার আগে বের হতে পারব না। হরতাল শেষ হলে
জয়নালঃ হরতাল তো কালকে বারোটা একটা পর্যন্ত
নারীকন্ঠঃ ওইতো বারোটা একটা পর্যন্ত হইলে এই ধরেন আমি বাসা থেকে বের হবো সাড়ে বারোটার দিকে। তারপর অদের বাসায় যাব। অরে নিয়ে বের হতে একটা দেড়টা বাজবে।
জয়নালঃ আচ্ছা ঠিক আছে।
নারীকন্ঠঃ আচ্ছা। ওটা হচ্ছে কয়তলায় না আপনে। দুতলায় না কয়তলায় যেন?
জয়নালঃ ছয় নম্বর বিল্ডিং,১০৩ নম্বর
নারীকন্ঠঃ ছয় নম্বর বিল্ডিং ১০৩
জয়নালঃ ফাস্ট ফ্লোর
নারীকন্ঠঃ ফাস্ট ফ্লোর। খালি আমি ভুইলা যাই
জয়নালঃ ঠিক আছে
নারীকন্ঠঃ আচ্ছা, বাকিটা আমি সাক্ষাতে এসে বলবো নে। আচ্ছা ।।

https://soundcloud.com/bristi-balika

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন