বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

রাস্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলী

নিশ্চিত ভাবেই জানি প্রথম সাক্ষাতেই জাতির পিতা জিল্লুর রহমান কে বলবেন, আমার মেয়েকে একা রেখে তুমি চলে আসলে?
মহামান্য রাস্ট্রপতির অকাল প্রয়ানে জাতি শুধু অভিভাবকহীনই হয় নি, জননেত্রী শেখ হাসিনা হারালেন তার আস্থার শেষ ঠিকানাটুকু। মনে পড়ে যায় একুশে আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলার কথা, প্রিয়তমা স্ত্রী আইভী রহমান আহত হয়ে পড়ে আছেন নীচে কিন্তু জিল্লুর রহমান মানবঢাল তৈরী করে শেখ হাসিনা কে রক্ষায় ব্যস্ত। আইভী রহমানের মৃত্যুর পর কেউ হাসতে দেখেন নি জিল্লুর রহমানকে, অথচ বুকে প্রিয়তমা হারানোর সেই কস্টকে ধারন করেও ওয়ান এলিভেন পরবর্তী দুঃসময়ে শেখ হাসিনা কে আগলে রেখেছিলেন এই মহান নেতা। ত্যাগ ও আদর্শের এমন উদাহরণ বিশ্ব রাজনীতিতেই বিরল।
মহামান্য রাস্ট্রপতি, এই ক্ষুদ্র মানুষ টির পক্ষ থেকে অঞ্জলি গ্রহণ করুন। জাতির পিতা এবং আপনার প্রিয়তমা স্ত্রীর সান্নিধ্যে পরজনমের দিনগুলো অবশ্যই ভালো কাটবে আপনার , সময় করে শুধু আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা আমৃত্যু আপনার আদর্শ অনুসরণ করে চলতে পারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন